শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান | চ্যানেল আই অনলাইন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান | চ্যানেল আই অনলাইন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস)। এই সফল পরীক্ষা দেশের বিমান চলাচল ও যাত্রীসেবার ক্ষেত্রে নতুন এক যুগের সূচনা করেছে বলে মনে করছে বিমান কর্তৃপক্ষ।

সোমবার (৪ আগস্ট) সকালে রোম থেকে ঢাকায় আসা উড়োজাহাজ বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি তৃতীয় টার্মিনালের অ্যারোনে অবতরণ করে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটি পরিচালনায় ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার তাহসিন।

ফ্লাইটটি অবতরণের পর যাত্রী নামানো শেষ হলে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলে বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থার পরীক্ষা। এর মধ্যে ছিল জিডিজিএস, বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ-সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থা।

পরীক্ষামূলক এই কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফল পরীক্ষা আগামী দিনে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিল। আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীসেবায় এটি হবে এক মাইলফলক।

Scroll to Top