শান্ত-জাকিরের ব্যাটে অসম্ভবকে জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ

শান্ত-জাকিরের ব্যাটে অসম্ভবকে জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ

ক্রিকেট > বাংলাদেশের ক্রিকেট

শান্ত-জাকিরের ব্যাটে অসম্ভবকে জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ

যদিও পথটা অনেক দূর। তবে যেভাবে চলছে এভাবে আর ১-২ টা সেশন চলে গেলে পরিস্থিতি পাল্টে যেতে পারে বৈকি

শান্ত-জাকিরের ব্যাটে অসম্ভবকে জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

১৭ ডিসেম্বর ২০২২, দুপুর ১২:২৪ সময়

[ IMG-20221217-WA0006.jpg ]

ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। টেস্ট ক্রিকেটেও অসম্ভব হবার মত অনেককিছুই ঘটেছে এই যাবত কালে কিন্তু তাই বলে ৫০০ এর বেশি রান তাড়া করে জেতার স্বপ্নটা কেউ দেখতে পারে কি? বোধহয় বেশিরভাগই বলবেন ‘না’। 

সেই অসম্ভব কাজটাই সম্ভব করবার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ দলের দুই ওপেনার। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চট্টগ্রামের উইকেটটা চতুর্থ দিনে এসেও ঠিক ওভাবে খারাপ হয়ে যায় নি। ব্যাটসম্যানরা এখনো খেলতে পারছেন ঠিকমতই। 

আর ঠিক সেখানেই আশা দেখাচ্ছেন শান্ত এবং জাকির। লংগার ভার্সনে ভালো করবার স্বপ্ন নিয়েই জাতীয় দলে অভিষেক করেছেন জাকির হোসেন আর শান্তর ট্যালেন্টকে রানে রুপ দেবার বারবার চেষ্টা তো ছিলই। যে চেষ্টা প্রথম ইনিংসে কাজে দেয়নি অবশ্য। 

প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট বাংলাদেশকে ৫১৯ রানের টার্গেট দেয় ভারত। টানা দুই সেশনেও বাংলাদেশের কোন উইকেট পড়েনি। এই চতুর্থ ইনিংসে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্ব্বোচ্চ রানের জুটি ছিল ১২ রানের। সেই রানের রেকর্ড তো ভেঙেছে অনেক আগেই। 

বাংলাদেশের বোর্ডে এখন ১১৯ রান। নাজমুল হোসেন শান্ত ৬৭ রানে এবং জাকির হোসেন ৫৭ রানে অপরাজিত আছেন। দুইজনেই ব্যাট করছেন ৪০ এর খানিকটা ওপরের স্ট্রাইকে। এই দুইজনের উইকেটে আরো শতরান যোগ হলে বাংলাদেশের জন্য দারুন একটা সুযোগ হতে যাচ্ছে এই চট্টগ্রাম টেস্ট। 

Scroll to Top