রবিবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে হেরে এশিয়া কাপে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তানকে। যেখানে দুই দলের ফিল্ডিং বড়সড় পার্থক্য গড়ে দিয়েছে। শ্রীলঙ্কা যেখানে দাপুটে ফিল্ডিং করেছে, পাকিস্তান সেখানে একাধিক সুযোগ হাতছাড়া করেছে।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭১ রান করা ভানুকা রাজাপাকশের ২ টি ক্যাচ ছাড়েন শাদাব খান। একটি সহজ ক্যাচ আরেকটি আসিফ আলির ক্যাচ নিজে ধরতে যেয়ে চোটও পান।
Don’t cry KING.. catch hi drop hote, i can’t see you like this pic.twitter.com/2LOe0CzGA7
— Haris (@damnharris) September 11, 2022
পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টি সেঞ্চুরি করা ওপেনার আহমেস শেহজাদ এই ঘটনায় টুইটারে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘এটা খুবই সিম্পল, ‘আমার না’ অথবা ‘এটা আমার’। এই টুর্নামেন্টে এটা একাধিকবার হয়েছে।’
Boys, its as simple as “mera haiiiiiiii” or “its miiiiiiiiiine”.
This has happened multiple times this tournament.— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) September 11, 2022
আহমেদ শেহজাদ ভুল কিছু না বললেও টুইটারে ট্রলের শিকার হন তিনি। তার ক্যারিয়ারের করা ভুলগুলোও সামনে আনেন অনেকে।
Boys, its as simple as “mera haiiiiiiii” or “its miiiiiiiiiine”.
This has happened multiple times this tournament pic.twitter.com/vayt47CtmL— m u b e e n (@mubeen_sayyz) September 11, 2022
bhai tum fake catches apne claim kar lete they, not the game tips coming from you
— Weirdo / Naseem stan acc (@lone_struggler) September 11, 2022
At least they didn’t pick it up from ground and claimed it to be a catch
— Umer (@muhammadumerf91) September 11, 2022
Bollywood acting yaad hai humein apki
— Ruhab Ahmad (@RuhabAhmad) September 11, 2022