শাদাবের ক্যাচ ছাড়ার ঘটনায় টুইট করে ট্রলের শিকার শেহজাদ

শাদাবের ক্যাচ ছাড়ার ঘটনায় টুইট করে ট্রলের শিকার শেহজাদ
শাদাবের ক্যাচ ছাড়ার ঘটনায় টুইট করে ট্রলের শিকার শেহজাদ

রবিবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে হেরে এশিয়া কাপে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তানকে। যেখানে দুই দলের ফিল্ডিং বড়সড় পার্থক্য গড়ে দিয়েছে। শ্রীলঙ্কা যেখানে দাপুটে ফিল্ডিং করেছে, পাকিস্তান সেখানে একাধিক সুযোগ হাতছাড়া করেছে।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭১ রান করা ভানুকা রাজাপাকশের ২ টি ক্যাচ ছাড়েন শাদাব খান। একটি সহজ ক্যাচ আরেকটি আসিফ আলির ক্যাচ নিজে ধরতে যেয়ে চোটও পান।

পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টি সেঞ্চুরি করা ওপেনার আহমেস শেহজাদ এই ঘটনায় টুইটারে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘এটা খুবই সিম্পল, ‘আমার না’ অথবা ‘এটা আমার’। এই টুর্নামেন্টে এটা একাধিকবার হয়েছে।’

আহমেদ শেহজাদ ভুল কিছু না বললেও টুইটারে ট্রলের শিকার হন তিনি। তার ক্যারিয়ারের করা ভুলগুলোও সামনে আনেন অনেকে।

Scroll to Top