অন্য কারও সঙ্গে নয়, শাকিব খান নিজের সঙ্গে নিজেই প্রতিনিয়ত প্রতিযোগিতা করছেন। শুক্রবার ছিল এই তারকার জন্মদিন।
বিশেষ এই দিনটি উপলক্ষে ঈদে মুক্তি পেতে যাওয়া তার ‘বরবাদ’ ছবি ‘চাঁদ মামা’ গানটি প্রকাশের পর বাজিমাৎ করেছে।
;
মাত্র ছয় ঘণ্টায় গানটি ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ে ৪-এ উঠে এসেছে।
গানটিতে শাকিবের সঙ্গে দেখা গেছে ওপার বাংলার নুসরাত জাহানকে। বেশ আবেদনময়ী রূপে হাজির হলেন তিনি।
৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি ইতিমধ্যে ইতিবাচক মন্তব্য কুড়াচ্ছে। প্রশংসা পাচ্ছে এই জুটির রসায়নও। প্রীতম হাসানের কথা-সুরে তার সঙ্গে গানটি গেয়েছেন দোলা রহমান!