শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি | চ্যানেল আই অনলাইন

শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আটক অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী ও মডেল সোহানা সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেহের আফরোজ শাওনকে এবং এর কয়েক ঘণ্টা পর রাত ১টার দিকে সোহানা সাবাকে ধানমন্ডি থেকে হেফাজতে নেওয়ার কথা জানায় ডিবি পুলিশ।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের কথা বলে বৃহস্পতিবার রাতে আটক করার পর গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

Scroll to Top