বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাস্তা অবরোধ না করে, জনদুর্ভোগ না করে, বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে আন্দোলন করছেন তাঁরা। তাঁদের দাবি আমলে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীনতার মাধ্যমে সংকট জটিল করে তুলছে। বাধ্য হয়ে সেবা বিঘ্নিত হওয়ার মতো কোনো কর্মসূচি ঘোষণা করা হলে, তাতে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির জন্য আরইবি ও বিদ্যুৎ বিভাগসহ সরকারের সংশ্লিষ্টদের দায়ভার বহন করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক হাজার কর্মী কর্মস্থল ছেড়ে ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিয়েছেন। যাঁরা এলাকায় আছেন, তাঁরাও আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছেন। এতে করে বিভিন্ন এলাকায় নিয়মিত গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে। এটি চলমান থাকলে জরুরি সেবাও হুমকিতে পড়তে পারে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে।