এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হাফেজ মঈনুল ইসলামের পরিবারকে ঈদ সামগ্রী ও পোষাক উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৯মার্চ) দুপুরে তারেক রহমানের পক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ শহীদ মইনুলের গ্রামের বাড়িতে এসব উপহার পৌঁছে দেন।
;
মইনুলের পক্ষে তার মা ঈদের এই উপহার গ্রহণ করেন। এতে ছিল ঈদের নতুন পোশাক শাড়ি, পাঞ্জাবী ও ঈদ সামগ্রী মাংস, চাল, ডাল, তেল, লবণ, সেমাই, আলু, পিঁয়াজ, রসুন, মশলাসহ বিভিন্ন উপহার সামগ্রী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ সামগ্রী ও উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে শহীদ মইনুলের পরিবার। পরে নেতৃবৃন্দ মইনুলের কবর জিয়ারত করে দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।
এসময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, সাগর মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখার ছাত্রদল নেতা ওসিকুর রহমান জয়, নাবিল সায়বাদ, রাজু শেখ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভিন হক রাইয়ান, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান আলী ইভানসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের কামরুল ইসলামের ছেলে মাদ্রাসাশিক্ষার্থী মইনুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ২১ জুলাই ঢাকার রায়েরবাগে গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি ২৬ জুলাই মৃত্যু বরণ করেন। পরের দিন তার লাশ কেকানিয়া গ্রামের বাড়িতে দাফন করা হয়।