বগুড়া ও সিরাজগঞ্জ— এ দুটি জেলার প্রায় কাছাকাছি শহড়াবাড়ী খেয়াঘাট। একসময় যমুনা নদী দিয়ে অনেক মালামাল আনা-নেওয়া হতো। এখন যোগাযোগ ব্যবস্থা উন্নতির ফলে সড়ক ও সেতু দিয়ে বেশির ভাগ মালামাল পরিবহন করা হয়। রাস্তাঘাট ভালো হওয়ার ফলে খেয়াঘাটের প্রয়োজনীয়তাও অনেকটাই কমেছে। তবে এখনো চরাঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম হলো নৌপথ। ছবিতে বগুড়া ধুনট উপজেলার শহড়াবাড়ী খেয়াঘাটের এক বিকেলের চিত্র।
