শত শত বিয়ে পিছিয়ে গিয়েছিল শাহরুখের জন্য – DesheBideshe

শত শত বিয়ে পিছিয়ে গিয়েছিল শাহরুখের জন্য – DesheBideshe


শত শত বিয়ে পিছিয়ে গিয়েছিল শাহরুখের জন্য – DesheBideshe

মুম্বাই, ১২ মার্চ – শাহরুখ খান মানেই কোটি মানুষের আবেগ, ভালোবাসা। যার ক্যারিশমায় মুগ্ধ ৮ থেকে ৮০, যুবক থেকে বৃদ্ধ। কিন্তু জানেন কি, একবার কিং খানের জন্য মুম্বাইয়ে শত শত বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল। পিছিয়ে দেওয়া হয়েছিল বিয়ের আয়োজন।

সঞ্জয় লীলা বানসালি ও শাহরুখের একটি ছবির জন্য মুম্বাইয়ের মতো একটি শহরে শত শত বিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাহলে ভাবুন সেই ছবির প্রোডাকশন কী বিশালাকার ছিল।

আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় দুই দশক আগে। সিনেমাটির নাম, দেবদাস। ২০০১ সালে এই ছবির জন্যই মুম্বাইয়ের বহু বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছিল।

এই ছবির যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে চমকপ্রদ এই তথ্য সামনে এনেছেন। সিনেমায় তার কাজের অভিজ্ঞতার কথার পাশাপাশি জানিয়েছেন ছবির প্রোডাকশন স্কেল কী বিশাল ছিল।

বিনোদ প্রধান জানান, ১ কিলোমিটার জুড়ে চন্দ্রমুখীর কোঠা বানানো হয়েছিল মুম্বাইয়ে। তার কথায়, ‘আমি আমার সহকারীদের নিয়ে দেখতে গিয়েছিলাম যে কীভাবে সেট বানানো হচ্ছে। যা দেখি রীতিমত চমকে যাই। আমরা ভাবতে শুরু করি, কীভাবে এখানে আলো লাগানো হবে। সেটের একদম শেষ মাথায় ১০০ ওয়াটের একটি লাইট লাগাতে বলি আমার এক সহকারীকে। তারপর ধীরে ধীরে গোটা সেটে আলো লাগানো হয়। মুম্বাইয়ে যত জেনারেটর ছিল সব ব্যবহার করে ফেলি সেই সেটের জন্য।’

তিনি জানান, ‘এটার জন্য বহু বিয়ে পিছিয়ে গিয়েছিল। আমরাই সব জেনারেটর ব্যবহার করে ফেলেছিলাম। জায়গাটা এতটাই বড় ছিল যে আমাদের প্রচুর জেনারেটর ব্যবহার করতে গিয়েছিল। তারা আমাদের বলেছিল, বিনোদজি আপনি এত জেনারেটর ব্যবহার করেছেন যে বহু মানুষ বিয়ে ক্যানসেল করতে বাধ্য হয়েছেন। কারণ সেই বিয়েতে ব্যবহার করার মতো কোনও জেনারেটর আর সেই শহরে বাকি ছিল না।’

দেবদাস ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিত।

ছবিটি সেই সময় ৫০ কোটি টাকা বাজেটে বানানো হয়েছিল। ২০০২ সালের জুন মাসে মুক্তি পায় ছবিটি। বিশ্বজুড়ে ১৬৮ কোটি টাকা আয় করেছিল শাহরুখের এই ছবি।

আইএ/ ১২ মার্চ ২০২৫



Scroll to Top