বিদেশী গোয়েন্দা সংস্থার ১১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের (এমআই৬) নেতৃত্বে থাকবেন একজন নারী। নিয়োগ পাওয়ার পর তিনি নিজেকে ‘গর্বিত ও সম্মানিত’ মনে করছেন।
সোমবার (১৬ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসে যোগদানকারী ব্লেইস মেট্রেভেলি এই বছরের শেষের দিকে স্যার রিচার্ড মুরের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি এই সংস্থার ১৮তম প্রধান হতে যাচ্ছেন।
বর্তমানে তিনি এই পরিষেবায় প্রযুক্তি এবং উদ্ভাবনের দায়িত্বে আছেন। নিয়োগ ঘোষণার পর তিনি বলেছেন যে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি নিজেকে ‘গর্বিত ও সম্মানিত’ মনে করছেন।
প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এই নিয়োগকে ‘ঐতিহাসিক’ বলেও অভিহিত করেছেন। তিনি বলেন, এটা এমন এক সময়ে যখন ‘আমাদের গোয়েন্দা পরিষেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে কখনও এত গুরুত্বপূর্ণ ছিল না বলে উল্লেখ করেন তিনি।
এমআই৬-কে যুক্তরাজ্যের নিরাপত্তা উন্নত করার জন্য বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য সন্ত্রাসবাদ বন্ধ করা, শত্রু রাষ্ট্রের কার্যকলাপ ব্যাহত করা এবং সাইবার-নিরাপত্তা জোরদার করা।
উল্লেখ্য, এমআই৬, ব্রিটিশ সরকারি সংস্থা যা বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং যথাযথ প্রচারের কাজ করে থাকে। এছাড়াও সংস্থাটি ব্রিটিশ ভূখণ্ডের বাইরে গুপ্তচরবৃত্তির কার্যকলাপ পরিচালনাও করে থাকে।