শতরানও পেরোতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – Allrounder BD

শতরানও পেরোতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – Allrounder BD

শতরানও পেরোতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – Allrounder BD

বিপিএল ২০২৩ এর প্রথম ম্যাচে নড়বড়ে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে মাত্র রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠায় সিলেট। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শুভাগত হোমের দল। সিলেটের পেসারদের বোলিং নৈপুণ্যে পাত্তাই পায়নি তারা।  প্রথমেই রান আউটে কাটা পরেন ওপেনার মেহেদি মারুফ। এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি আরেক ওপেনার দারউইস রাসুলি। মোহাম্মদ আমিরের বলে আউট হন তিনি।

উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোমও। করেছেন মাত্র ১ রান। চট্টগ্রামের ব্যাটারদের মধ্যে একমাত্র সাবলীল ভঙ্গিতে ব্যাট করছিলেন আফিফ হোসেন। তবে মোহাম্মদ আমিরের দূর্দান্ত বোলিংয়ে তিনিও তেমন কিছু করতে পারেননি, ফিরেছেন মাত্র ২৫ রানে।

সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা সর্বোচ্চ ৪ উইকেট এবং মোহাম্মদ আমির নিয়েছেন ২ উইকেট।

Scroll to Top