শক্তি বাড়াতে ম্যানসিটিতে ১৯ বর্ষী ব্রাজিলীয় ডিফেন্ডার ভিতর | চ্যানেল আই অনলাইন

শক্তি বাড়াতে ম্যানসিটিতে ১৯ বর্ষী ব্রাজিলীয় ডিফেন্ডার ভিতর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চলতি মৌসুমে একের পর এক পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই ম্যানচেস্টার সিটি। দলকে ছন্দে ফেরাতে নতুন খেলোয়াড় টানছেন কোচ পেপ গার্দিওলা। সেই লক্ষ্যে ব্রাজিলীয় তরুণ ভিতর রেইসের সঙ্গে কথা পাকা করে ফেলেছেন। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।

১৯ বর্ষী ব্রাজিলীয় সেন্টার ব্যাক খেলছেন পালমেইরাসে। ইউরোপের সংবাদমাধ্যমে খবর, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা শেষে রেইসকে ছাড়তে রাজি হয়েছে পালমেইরাস। যদিও ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি ছিল তার।

সব ঠিকঠাক থাকলে শারীরিক পরীক্ষার পর ইতিহাদে শিগগিরই তাকে পরিচয় করিয়ে দেবে ম্যানসিটি। রেইসকে পেতে সিটিকে গুনতে হচ্ছে ৪ কোটি ইউরো বা ৩ কোটি ৪০ লাখ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ৪৯৮ কোটি ৩৬ লাখ টাকা। দুর্দান্ত ফুটবলশৈলীর কারণে রেইসকে উদীয়মান ভাবা হচ্ছে।

এপর্যন্ত খেলেছেন ২২ ম্যাচ। এরমধ্যে ব্রাজিলের শীর্ষ লিগে খেলা ক্লাবটির ১৮ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। দলকে লিগের রানার্সআপ করতে দারুণ অবদান রেখেছেন। ব্রাজিল জাতীয় দলে এখনো ডাক পড়েনি। সেলেসাওদের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন ১৬ ম্যাচ।

GOVT

Shoroter Joba

Scroll to Top