লুটতরাজ ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের ঘটনায় উদ্বেগ জগন্নাথের শিক্ষকদের

লুটতরাজ ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের ঘটনায় উদ্বেগ জগন্নাথের শিক্ষকদের

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজেদের এসব উদ্বেগ ও দাবির কথা জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনটি। এতে সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শামছুল কবির স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, চলমান অস্বাভাবিক পরিস্থিতিতে দেশে গত কয়েক দিন ধরে যারা আহত ও নিহত হয়েছে তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা। এই সময়ে যেসব সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরাল, বঙ্গবন্ধু জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর তাঁর বাসভবন, বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল, জাতীয় বীর শ্রেষ্ঠদের ম্যুরাল, জাতীয় চার নেতার ভাস্কর্য, বিভিন্ন স্থানের মুক্তিযুদ্ধ জাদুঘর, শিল্পকলা একাডেমি, গণভবন, সরকারি স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন সম্প্রদায়ের বাড়ি-ঘরসহ লুণ্ঠন ও ধ্বংস করা হয়েছে।

Scroll to Top