স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৫
দুপুরেই শুনেছিলেন দুঃসংবাদটা। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড জায়গা হয়নি লিটন দাসের। সেই হতাশা বুকে নিয়েই সন্ধ্যায় বিপিএলে মাঠে নেমেছিলেন লিটন। জাতীয় দলে জায়গা না পাওয়ার হতাশাটা রাজশাহীর বোলারদের উপর ভালোভাবেই ঝেড়েছেন তিনি। রেকর্ড গড়া এক সেঞ্চুরিতে সব সমালোচনার জবাবও দিয়েছেন লিটন। ম্যাচ শেষে লিটন বলছেন, স্ত্রী সঞ্চিতা ও টিম বয় শাহীনের অনুপ্রেরণাতেই ফর্মে ফিরতে পেরেছেন তিনি।
বেশ কয়েক মাস ধরেই রানে নেই লিটন। বাজে ফর্মের কারণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতেও যাওয়া হচ্ছে না তার। এই খবর আসার কয়েক ঘন্টার মাঝেই ঢাকার হয়ে বিপিএলে ঝড় তুললেন লিটন। ৫৫ বলে অপরাজিত ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে জানিয়ে দিলেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।
দুর্দান্ত এই সেঞ্চুরির পর লিটন বলছেন, তার এমন ফিরে আসার পেছনে সবচেয়ে বড় অবদান আছে স্ত্রী সঞ্চিতার, ‘গত কিছুদিন আমি সেভাবে ছন্দে ছিলাম না। এই সময়ে আমার স্ত্রী আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তার কথাটা তাই আলাদাভাবেই বলতে চাই। তাকে ধন্যবাদও জানাতে চাই।’
স্ত্রীর সাথে লিটন জানালেন কুমিল্লার সাবেক ও বর্তমানে ঢাকার টিম বয় শাহীনের কথা, ‘শাহীন আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত ৩-৪ বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখেছে। যারা এরকম নিয়মিত অনুশীলন করায় , তারা ছোট ছোট অনেক তথ্য দিতে পারে। একজন ব্যাটার কোথায় ভুল করছে, সেটা সে বলতে পারে। ওর কথায় কিছু জিনিস পরিবর্তন করলে আমার জন্য ভালো হতে পারে বলেই মনে করেছি। শুধুই কোচই যে সাহায্য করবে ব্যাপারটা তা নয়। যেকোনো মানুষই সাহায্য করতে পারে।’
লিটন-তামিমের বিধ্বংসী দুই সেঞ্চুরিতেই বিপিএলে প্রথম জয় পেয়েছে ঢাকা। লিটন বলছেন, সামনের ম্যাচগুলোতে এই জয়ের ধারা বজায় রাখতে চান তারা, ‘আমাদের দলটা ভালো। কিন্তু কোনো কারণে আমরা কেউই ভালো করছিলাম না। ব্যাটিং ভালো করলে বোলিং ভালো হচ্ছিল না, বোলিং ভালো করলে ব্যাটিং ভালো হয়নি। আজ সবাই মিলে পারফর্ম করেছে। দলের সবাই ছন্দ ফিরে পেয়েছেন। একটা আত্মবিশ্বাস তো পেয়েছেই। চেষ্টা থাকবে এখান থেকে ধুরে দাঁড়িয়ে ভালো কিছু করার।’
সারাবাংলা/এফএম