লিটনই আফগান সিরিজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক

লিটনই আফগান সিরিজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক
লিটনই আফগান সিরিজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এরপর থেকেই জল্পনা-কল্পনা, কে হবেন টাইগারদের নয়া ওয়ানডে অধিনায়ক।  

স্থায়ীভাবে কে ওয়ানডে দলের অধিনায়কত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়, তবে আফগানদের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচে স্বাগতিকদের হয়ে টস করতে নামবেন লিটন দাস। 

বিসিবির মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তা দিয়ে আজ নিশ্চিত করা হয়েছে যে আফগানিস্তানের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন লিটন দাস।

এর আগেও তামিম ইকবালের ইনজুরিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। সেযাত্রায় ভারতকে হারিয়ে দিতে পেরেছিল টাইগাররা। আফগানদের বিপক্ষে অবশ্য সিরিজ জিততে বাকি থাকা দুই ম্যাচের একটিতেও পা হড়কালে চলবে না। তামিম ইকবালের বিদায়ী ম্যাচে যে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে হেরে ১-০ তে পিছিয়ে আছে লিটন-সাকিবরা। 

আগামীকাল (৮ জুলাই) বাংলাদেশ সময় বেলা ২ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের ২য় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একই ভেন্যু ও সময়ে ১১ জুলাই হবে সিরিজের সর্বশেষ ম্যাচ। 

Scroll to Top