বাংলাদেশে হতে যাচ্ছে এবারের মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের আসর। আগামী ১১ জুলাই থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে আসর। দুই রাউন্ডের লিগপদ্ধতির এ আসরের খেলায় চ্যাম্পিয়ন নির্ধারিত হবে সর্বাধিক পয়েন্টের ভিত্তিতে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। খেলা হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এ আসরে বাংলাদেশসহ মোট চারটি দল অংশগ্রহণ করবে। অন্যরা হল- শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল। প্রতিটি দল মোট ছয়টি ম্যাচ খেলবে।
১১ জুলাই প্রথম ম্যাচের পর ১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১৫ জুলাই বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলবে আফঈদা খন্দকারের দল। পর্যায়ক্রমে ১৭, ১৯ এবং ২১ জুলাই বাংলাদেশ খেলবে ভুটান, শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচে শেষে সর্বাধিক পয়েন্ট পাওয়া দলটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অধিনায়ক হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। প্রধান কোচ হিসেবে থাকবেন পিটার জেমস বাটলার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এএফসি ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার।
বাংলাদেশ দল:
গোলকিপার: স্বর্ণা রাণী মন্ডল, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার সোনালী।
ডিফেন্ডার: জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কানম আক্তার, রুমা আক্তার।
মিডফিল্ডার: কানন রাণী বাহাদুর, স্বপ্না রাণী, ঐশী খাতুন, আয়ন্ত বালা মাহাতো, রুপা আক্তার, বন্যা খাতুন, মুন্কি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: নবীরণ খাতুন, শ্রীমতি তৃষ্ণা রাণী, মোছাঃ সাগরিকা, উমেরা মারমা, পূজা দাস।