লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
এবারের মৌসুমে শুরুটা দারুণ করেছে কার্লো আনচেলত্তির দল। আন্তর্জাতিক বিরতির আগে চার ম্যাচের প্রতিটিতেই জিতেছে জুড বেলিংহামরা। পঞ্চম জয়ের লক্ষ্যে সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে জিতলে বার্সেলোনাকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরবে রিয়াল মাদ্রিদ। বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
অন্যদিকে এই মৌসুমে এখনো অপরাজিত রয়েছে রিয়াল সোসিয়েদাদ। চার ম্যাচে এক জয় ও তিন ড্র করে তালিকার ১০ নম্বরে তারা।
লা লিগায় দুই দলের শেষ ছয়বারের দেখায় মাত্র দুটিতে জয় রিয়াল মাদ্রিদের। সবশেষ দেখায় রিয়াল সোসিয়েদাদের কাছে ২-০ গোলে হেরেছিল ভিনিসিয়ুস জুনিয়ররা।
মৌসুমের শুরুতেই চোটে পড়ে থিবো কর্তোয়া ও এদের মিলিতাও মাঠের থাকায় তাদের সার্ভিস পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। এছাড়াও ইনজুরির কারণে খেলবেন না ভিনিসিয়ুস। ইনজুরি থেকে ফিরে আসলেও মাঠে নামার সম্ভাবনা নেই ফারলাঁ মেন্দি এবং দানি সেবালোসের।
অপরদিকে রিয়াল সোসিয়েদাদের দলে থাকছেন না মার্টিন মার্কুয়েল্যাঞ্জ এবং আন্দ্রে সিলভা। বেলিংহামদের বিপক্ষে মাঠে নামতে পারেন উমর সাদিক।