পাকিস্তান সুপার লিগ খেলতে লাহোর কালান্দার্সে ফিরেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। রাতে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলবে লাহোর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
বুধবার রাতে শারজায় তিন ম্যাচের সিরিজে শেষ টি-টুয়েন্টিটি খেলেছে বাংলাদেশ। সিরিজে লিটন দাসের দল হেরেছে ২-১ ব্যবধানে। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অন্য খেলোয়াড়দের সাথে রিশাদও পিএসএল বিরতিতে যাওয়ায় দেশে ফিরেছিলেন।
লাহোর কালান্দার্সে তিনজন বাংলাদেশি আছেন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ। মিরাজ দুদিন আগে যোগ দিলেও এক ম্যাচ খেলে ফেলেছেন সাকিব।
বিরতির আগে কালান্দার্সে পাঁচ ম্যাচ খেলে ১৬.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছেন রিশাদ। সংযুক্ত আরব আমিরাতে সুবিধা করতে পারেননি তারকা লেগ স্পিনার, নিয়েছেন ৩ উইকেট। আসরের বাকি ম্যাচ খেলতে অসুবিধা নেই রিশাদের। কারণ তার অনাপত্তিপত্রের সময় বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের পরের সিরিজও পাকিস্তানে।