লালমনিরহাটে জিএম কাদেরসহ ১৯ জনের নামে মামলা

লালমনিরহাটে জিএম কাদেরসহ ১৯ জনের নামে মামলা

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটে ঘটনার সাড়ে ৭ বছর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

লালমনিরহাটে জিএম কাদেরসহ ১৯ জনের নামে মামলালালমনিরহাটে জিএম কাদেরসহ ১৯ জনের নামে মামলা

সোমবার (২ জুন) লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন বিএনপি নেতা খলিলুর রহমান।

বাদি খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী এলাকার অহর উদ্দিনের ছেলে। তিনি লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ সভাপতি।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাদি খলিলুর রহমান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসা ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর মনোনীত পুলিং এজেন্ট ছিলেন। এ খবরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভোট গ্রহণের আগের দিন রাতে তার বাড়িতে গিয়ে শাসন গর্জন করে ভোট কেন্দ্রে না যেতে হুমকী দেন। পরদিন ভোট গ্রহণ শুরু হলে বাদি দলীয় প্রার্থীর দেয়া পুলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের হুকুমে অন্য আসামীরা তাকে লাঠিসোটা দিয়ে এলোপাতারি মারপিট করে। পরে স্থানীয়রা তাকে আহতবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ ঘটনায় প্রায় সাড়ে ৭ বছর পরে লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান বাদি হয়ে জিএম কাদেরকে প্রধান করে জাতীয় পার্টির ১৯ জনের নামসহ অজ্ঞাত আরও ২০/৩০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।

তিন মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, বাদির অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Scroll to Top