বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে নতুন ফোন নিয়ে এসেছে ওয়ানপ্লাস। আজ থেকে সারা দেশের অফিশিয়াল আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে নর্ড ৫ সিরিজের দুটি ফোন। তাদের ‘মেইড ইন বাংলাদেশ’ নর্ড ৫ সিরিজ অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে কিনলেই মিলবে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি সুবিধা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ওয়ানপ্লাস।
ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে রয়েছে স্ন্যাপড্রগন ৮ এস জেন থ্রি ফ্ল্যাগশিপ চিপসেট। ফোনটিতে রয়েছে ৬৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ৫০ মেগাপিক্সেলের সামনের ও পেছনের ক্যামেরা। সব মিলিয়ে ফোনটি এই ক্যাটাগরির অন্যতম শক্তিশালী ও অল-রাউন্ড ফোন।
অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই৫ -তে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ। স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম। ফোনটির বিশাল ৭১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এই ক্যাটাগরির ফোনে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি ও শক্তিশালী চিপসেট।
গেমিং বা ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করতে ওয়ানপ্লাস নর্ড ৫ পাওয়া যাচ্ছে ৫৩ হাজার ৯৯৯ টাকায়। আর যারা বেশি ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য নর্ড সিই৫। দাম ৩৫ হাজার ৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজের ফোনগুলো দেশের অফিশিয়াল স্টোর, রিটেইল স্টোর ছাড়াও মিলবে অনলাইনে পিকাবু ও গ্যাজেট অ্যান্ড গিয়ারে।