একই সঙ্গে শ্যালো সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন, ‘আমরা যেন এটাকেই সবকিছুর শেষ ধরে না নিই। এখন সময় নতুন করে (দল) গঠনের। ভবিষ্যৎ প্রজন্মের ওপর আমাদের বিনিয়োগ করতে হবে, আর সেই পুরনো ক্যারিবিয়ান স্পিরিটকে আবারও জাগিয়ে তুলতে হবে।’
এই সংকটময় সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্যালো, ‘এটা কোনো বিভক্তির সময় নয়। খেলোয়াড়, কোচ, ভক্ত, সাবেক কিংবদন্তি, প্রশাসক—সবাইকে একসঙ্গে নিয়ে এগোতে হবে। অনেক কিছু করার বাকি, কিন্তু সেটা করতে হবে লক্ষ্য ঠিক রেখে, সম্মিলিতভাবে।’