লিগ কাপে নেকাক্সার বিপক্ষে ইন্টার মিয়ামির জয়ের দিনে চোট পেয়েছেন লিওনেল মেসি। ১১তম মিনিটে চোটে মাঠ ছাড়েন। সবশেষ খবর, অন্তত তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাহিরে থাকতে হতে পারে বিশ্বজয়ী কিংবদন্তিকে।
মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেসি। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ক্লাবটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বলছে, দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে মেসিকে।
চোটের কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হলে শুধু লিগ কাপ নয়, চলতি মাসে মেজর লিগ সকারের কয়েকটি ম্যাচেও মেসিকে পাবে না মিয়ামি।
৬ আগস্ট লিগ কাপে পুমাস উনামের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে মিয়ামি। আগস্টে মেজর লিগ সকারের চারটি ম্যাচ খেলবে তারা। ম্যাচগুলোতে মেসিকে না পাওয়ার শঙ্কা রয়েছে।
ম্যাচের পর মেসির চোট নিয়ে মিয়ামি কোচ বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিল লিও। আগামীকালের আগ পর্যন্ত বোঝা যাবে না চোট কতটা গুরুতর। তার ব্যথা ততটা নেই, তবে কিছু একটা সমস্যা সম্ভবত হয়েছে। আশা করি খুব বাজে কিছু ঘটেনি, কারণ ব্যথা অনুভব করছে না। তবে অস্বস্তি আছে।’
চোটে পড়াটা হতাশাজনক বলছেন মেসির ক্লাব সতীর্থ জর্ডি আলবা। বলেছেন, ‘পুরো দলের জন্য এটি খারাপ খবর। বিশ্বের সেরা এবং ইতিহাসের সেরা খেলোয়াড় চোট পেয়েছেন। সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা হতাশাজনক। আশা করি, এটা গুরুতর কিছু হয়নি, কারণ তাকে আমাদের প্রয়োজন।’