লন্ডনে চিত্রশিল্পী-নির্মাতা বাপ্পীর কর্মশালা

লন্ডনে চিত্রশিল্পী-নির্মাতা বাপ্পীর কর্মশালা

লন্ডনের চেষ্টার সিটিতে আগামী ২২ মার্চে শুরু হতে যাচ্ছে দেশ-বিদেশে পুরস্কারপ্রাপ্ত মেধাবী চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পির তত্তাবধানে ‘চাইনিজ পেইন্টিং কর্মশালা’। এক দিনের এই পেইন্টিং কর্মশালার আয়োজন করেছে CAW আর্ট গলারি।

চীনের চিত্রশিল্পের বিশেষ কৌশল এবং নান্দনিকতা গুরুত্ব পাবে এই বিশেষ চিত্রকর্মশালায়। সমভূমি এবং পাহাড় পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপু্‌র চীনের রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। চীনের দৃষ্টিনন্দন ভূখন্ড চীনের জনগনের নিকট ঈশ্বরের আর্শীবাদ।

বিজ্ঞাপন

এজন্য তারা ল্যান্ড বা ভূমিকে, ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। চিত্রে নানাভাবে উঠে এসেছে চীনের প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য্য বৃদ্ধিকরা বৈচিত্রপূর্ণ বৃক্ষরাজী, ফল-ফুল, পাখি, নদ-নদী এবং সমুদ্র। সেইসাথে প্রাচ্যশিল্পের করনকৌশল সম্পর্কে ধারণা দেয়া হবে। 

চাইনিজ পেইন্টিং এই কর্মশালাটির বিষয়ে শিল্পী বাপ্পী বলেন, ‘অনেক প্রাচীন যাদুময়ী ব্রাশিং শিল্পনৈপূন্যে পরিপূর্ণ এই চাইনিজ পেইন্টিং বিষয়ে কর্মশালাটি শিল্পীদের জন্য খুবই গুরুত্বপূর্ন। যারা এতে অংশ নেবেন তারা বিশেষ উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন

চিত্রশিল্পী-নির্মাতা নাজমুল হক বাপ্পী



এ পর্যন্ত তার চিত্রায়িত অসংখ্য চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে দেশে এবং দেশের বাহিরে। সেই সাথে মানুষের ভালোবাসা কুড়িয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও, পেয়েছেন অসংখ্য সম্মাননা।

চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বি এফ.এ এবং এম.এফ.এ ডিগ্রী সম্পন্ন করে প্রথম শ্রেনী ডিগ্রী অর্জন করেন।

এরপর তিনি চায়না সরকারের শতভাগ বৃত্তি নিয়ে চাইনিজ পেইন্টিং এর উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেন।

বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর ড্রয়িং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।চিত্রশিল্পের বিভিন্ন মাধ্যমে বাপ্পী জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে বহু পুরস্কার অর্জন করেন।

চিত্রশিল্পী-নির্মাতা নাজমুল হক বাপ্পী



চিত্রশিল্পী পরিচয়ের পাশাপাশি বাপ্পী এজন নাট্য নির্মাতা। এ পর্যন্ত তিনি জনপ্রিয় তারকাদের নিয়ে বেশকিছু সফল নাটক নির্মান করেছেন। সামনে নির্মান নিয়েও তার নতুন নতুন পরিকল্পনা রয়েছে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন।

Scroll to Top