শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ফলপ্রসু হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি। দলের নেতারা আশা করছেন, আস্থা আর সম্মানের এই বৈঠক থেকে নির্বাচনের রোডম্যাপ আসবে। তারা জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুন্দর পরিবেশ বজায় রাখার যে নির্দেশনা দিয়েছেন তা মেনেই এগিয়ে যাচ্ছে বিএনপি।