লড়াই করে সাউথ কোরিয়ার কাছে হারল লাওস | চ্যানেল আই অনলাইন

লড়াই করে সাউথ কোরিয়ার কাছে হারল লাওস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শক্তিমত্তায় সাউথ কোরিয়ার চেয়ে ৯২ ধাপ পিছিয়ে লাওস। মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা দলটিকে প্রায় রুখেই দিছিল লাওস। তবে শেষ মূহুর্তে গোল হজম করে হার দেখেতে হয়েছে ১১৩ নম্বর দলটির।

নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক দলটিকে ১-০ গোলে হারিয়েছে সাউথ কোরিয়া।

মাঠের লড়াইয়ে লাওসের চেয়ে বেশ এগিয়ে ছিল কোরিয়া। তবে লাওস রক্ষণভেদ করতে তাদের অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ৮৪ মিনিটে লাওস রক্ষণ পরাস্ত করে জালে বল পাঠান কিম ইয়ুন। পরে ব্যবধান অটুট রেখে মাঠ ছাড়ে সাউথ কোরিয়া।

এইচ গ্রুপের লড়াইয়ে দুই জয়ে টেবিলের দুইয়ে আছে সাউথ কোরিয়া। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। দুদলের গোল ব্যবধানও সমান। তবে কোরিয়ার চেয়ে একটি গোল বেশি করেছে বাংলাদেশ। লাল-সুবজের দল ১১টি গোল করলেও হজম করেছে একটি, আর কোরিয়া ১০ গোল করার পাশাপাশি অক্ষত রেখেছে নিজেদের জাল। রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। জয়ী দল সরাসরি খেলবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল দলে।

Scroll to Top