লঞ্চের আগেই বুকিং শুরু হয়ে গিয়েছে Samsung এর নতুন এই ফোনের! কী চমক নিয়ে আসছে?

লঞ্চের আগেই বুকিং শুরু হয়ে গিয়েছে Samsung এর নতুন এই ফোনের! কী চমক নিয়ে আসছে?

লঞ্চের আগেই বুকিং শুরু হয়ে গিয়েছে Samsung এর নতুন এই ফোনের! কী চমক নিয়ে আসছে? জনপ্রিয় কোম্পানি Samsung ভারতে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy F54 5G লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে যে, কোম্পানির এই নতুন স্মার্টফোনে ৫জি নেটওয়ার্ক সমর্থন সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই ফোনটিতে রয়েছে নাইট ফটোগ্রাফি, কম আলোতে সেলফি এবং অ্যাস্ট্রোল্যাপের মতো অনেকগুলি ফটোগ্রাফি ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy F54 5G ফোনের সমস্ত খুঁটিনাটি।

 আগামী ৬ জুন ভারতে Samsung Galaxy F54 5G ফোন লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই এই ফোনের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। গ্রাহকরা ৯৯৯ টাকা দিয়ে Samsung এর ওয়েবসাইট বা Flipkart-এ এই ফোন বুক করতে পারে। এই স্মার্টফোন অর্ডার দেওয়ার সময় ফোনের দাম থেকে বুকিংয়ের দাম কেটে নেওয়া হবে। যে গ্রাহকরা হ্যান্ডসেটটি প্রি-বুক করবেন, তাঁদের অতিরিক্ত ২০০০ টাকার ছাড় দেওয়া হবে।
আগামী ৬ জুন ভারতে Samsung Galaxy F54 5G ফোন লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই এই ফোনের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। গ্রাহকরা ৯৯৯ টাকা দিয়ে Samsung এর ওয়েবসাইট বা Flipkart-এ এই ফোন বুক করতে পারে। এই স্মার্টফোন অর্ডার দেওয়ার সময় ফোনের দাম থেকে বুকিংয়ের দাম কেটে নেওয়া হবে। যে গ্রাহকরা হ্যান্ডসেটটি প্রি-বুক করবেন, তাঁদের অতিরিক্ত ২০০০ টাকার ছাড় দেওয়া হবে।

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, Samsung Galaxy F54 5G ফোন প্রায় ৩০,০০০ টাকা দামে লঞ্চ করা হতে পারে। ফোনটির ৮ জিবি RAM + ১২৮ জিবি ROM ভ্যারিয়েন্ট মডেলের দাম ৩০,০০০ টাকা হতে পারে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, Samsung Galaxy F54 5G ফোন প্রায় ৩০,০০০ টাকা দামে লঞ্চ করা হতে পারে। ফোনটির ৮ জিবি RAM + ১২৮ জিবি ROM ভ্যারিয়েন্ট মডেলের দাম ৩০,০০০ টাকা হতে পারে।

ফিচার হিসাবে এই স্মার্টফোনটিতে একটি ৬.৭ ইঞ্চির সুপার AMOLED প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১২০HZ রিফ্রেশ রেট-সহ বাজারে আসতে পারে। এই ফোনটি ফুল HD+ ১০৮০P রেজোলিউশন সমর্থন যুক্ত। কোম্পানি এতে Exynos ১৩৮০ ৫nm অক্টাকোর প্রসেসর ব্যবহার করতে পারে। এই ফোনে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি ROM পর্যন্ত বিকল্প থাকতে পারে। ফিচার হিসাবে এই স্মার্টফোনটিতে একটি ৬.৭ ইঞ্চির সুপার AMOLED প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১২০HZ রিফ্রেশ রেট-সহ বাজারে আসতে পারে। এই ফোনটি ফুল HD+ ১০৮০P রেজোলিউশন সমর্থন যুক্ত। কোম্পানি এতে Exynos ১৩৮০ ৫nm অক্টাকোর প্রসেসর ব্যবহার করতে পারে। এই ফোনে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি ROM পর্যন্ত বিকল্প থাকতে পারে।

এই ফোন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ বাজারে আসতে পারে। এতে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিস্কেলের ডেপথ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এতে ব্যবহার করা হতে পারে OIS ইমেজ স্টেবিলাইজেশন। এই ফোন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ বাজারে আসতে পারে। এতে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিস্কেলের ডেপথ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এতে ব্যবহার করা হতে পারে OIS ইমেজ স্টেবিলাইজেশন।

কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ইউজাররা এই ফোনে রাতে ফটোগ্রাফি করার সেরা অভিজ্ঞতা পাবেন। অ্যাডভেঞ্চার ফটোগ্রাফির জন্য কোম্পানি এতে অ্যাস্ট্রোল্যাপ ফিচার ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে এই ফোনে ইউজাররা কম আলোতেও ভাল সেলফি তুলতে পারবেন। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ইউজাররা এই ফোনে রাতে ফটোগ্রাফি করার সেরা অভিজ্ঞতা পাবেন। অ্যাডভেঞ্চার ফটোগ্রাফির জন্য কোম্পানি এতে অ্যাস্ট্রোল্যাপ ফিচার ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে এই ফোনে ইউজাররা কম আলোতেও ভাল সেলফি তুলতে পারবেন।

রিপোর্ট অনুযায়ী এই ফোনে ব্যবহার করা হতে পারে সিঙ্গেল টেক, নাইটগ্রাফি এবং ফান মোডের মতো ফিচারের সঙ্গে ১৬টি ভিন্ন ইনবিল্ট লেন্স। এই স্মার্টফোনে একটি ৬০০০ mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। চার্জিংয়ের জন্য, এতে ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে ব্যবহার করা হতে পারে সিঙ্গেল টেক, নাইটগ্রাফি এবং ফান মোডের মতো ফিচারের সঙ্গে ১৬টি ভিন্ন ইনবিল্ট লেন্স। এই স্মার্টফোনে একটি ৬০০০ mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। চার্জিংয়ের জন্য, এতে ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

Published by:Ankita Tripathi

First published:

Tags: Samsung Galaxy, Smartphone

Scroll to Top