লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ের পথেই ছিল বাংলাদেশ। হঠাৎ ধসে মাত্র ৬ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয় দেখে টিম টাইগার্স। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে লাল-সবুজের দল। তাতে তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। পাল্লেকেলেতে লঙ্কানদের শেষ ম্যাচে হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ।

মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ সময় বিকেল তিনটায় সিরিজের শেষ ওয়ানডেতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগেরদিন সংবাদ সম্মেলনে এসে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানালেন বাংলাদেশ ওপেনার পারভেজ হোসেন ইমন।

বাঁহাতি ওপেনার বলেন, ‘আমাদের জন্য বড় সুযোগ, কালকের ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা শেষ ম্যাচ জেতার পর সবার মধ্যে ওটা তৈরি হচ্ছে, সবাই হাসিখুশি আছে। আমরা চেষ্টা করব আমাদের কালকের ম্যাচটা জেতার, আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

টানা ৭ ম্যাচে হারের পর কলম্বোতে লঙ্কানদের হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চান পারভেজ ইমন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এটার ধারাবাহিকতা থাকতে হবে, কারণ বড় ম্যাচগুলোতে ধারাবাহিকতা থাকলে ম্যাচগুলো সহজ হবে আমাদের জন্য।’

Scroll to Top