লক্ষ্মীপুর শহরে ৪০০ টাকার মোরগ কেনাবেচায় ১০০ টাকা খাজনা

লক্ষ্মীপুর শহরে ৪০০ টাকার মোরগ কেনাবেচায় ১০০ টাকা খাজনা

ওসমান গনি বলেন, ‘অযৌক্তিক সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। তাই ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইজারাদার ব্যক্তি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়। তিনি (মনিরুজ্জামান) অনুরোধ করেছেন দোকান খোলা রাখার জন্য। এ জন্য আজ সোমবার দোকান খোলা রাখা হয়েছে। অযৌক্তিক খাজনা প্রত্যাহার না হলে পরে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘আমি পৌরসভা থেকে খাজনা আদায়ের জন্য ইজারা নিয়েছি। ১০ ও ১৫ শতাংশ হারে খাজনা আদায়ের জন্য পৌরসভা কর্তৃপক্ষ নির্দিষ্ট করে দিয়েছেন। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, সরকারি নিয়ম অনুযায়ী খাজনা আদায়ের জন্য ইজারাদারকে বলা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গেও কথা হয়েছে। খাজনা সহনীয় পর্যায়ে করা হবে।

Scroll to Top