লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় চার শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় চার শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে এদের মধ্যে একটি কন্যা শিশু এবং তিনটি ছেলে শিশু রয়েছে।

এরমধ্যে, বৃহস্পতিবার (১৫ মে) জেলার রামগতিতে লিচুর বিচি গলায় আটকে এক শিশু মায়েশা আক্তার (৬) মারা গেছে। মায়েশা রামগতি উপজেলার চরগাজি ইউনিয়নের চরলক্ষী গ্রামের অযুদ্দি হাওলাদার বাড়ীর রাজ মিস্ত্রি মো. এনামের শিশু কন্যা।

এর আগে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার পৌরসভায় ৩নং ওয়ার্ডে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু খবর জানিয়েছে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল।

এদের মধ্যে রয়েছে জাকির হোসেনের শিশু ছেলে জিহাদ হোসেন (৪) এবং মহিন উদ্দিনের ছেলে নাজিম হোসেন (৫)। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই। তারা দুইজনই নানার বাড়ীতে বেড়াতে এসে খেলার সময় এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। বহু খোজাখুজির পর দুইজনের লাশ পুকুরে ভেসে উঠে বলে সদর থানার ওসি আব্দুল মোন্নাফ জানিয়েছেন।

পরিবারের অভিযোগ না থাকায় শিশু দুইটির লাশ দাফনের জন্য পরিবারের হাতে তুলে দেয়া হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জেলার কমলনগরে পুকুরের পানিতে ডুবে আল-আমিন (৫) নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে। কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের উত্তর চরলরেন্স গ্রামে ঘটনাটি ঘটে। আল-আমিন উত্তর চরলরেন্স গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

Scroll to Top