এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যারাই গুম-খুন এর সাথে জড়িত তাদেরকে এই সরকারের আমলেই বিচার করা হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আমাদের সবাইকে একটা বিষয়ে একমত থাকতে হবে। হাসিনা ও হাসিনার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত বিশ্রামের সুযোগ নেই।
মঙ্গলবার (১ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
;
শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিষয়ে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এখনো লক্ষাধিক আওয়ামী সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে ভারত।
তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আমরা কোনভাবেই দাঁড়াতে দিব না। এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি কেবলই গণমানুষের শত্রু, বাংলাদেশের শত্রু বলে মনে রাখতে হবে।
আওয়ামী লীগের ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যদি কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে, তবে এদেশে আরো জুডিশিয়াল কিলিং হবে। সুতরাং এদের বিচার না হওয়া পর্যন্ত বিশ্রামের সুযোগ নেই।