রোহিত শর্মাকে আউট করবেন ভাবেননি তানজিম সাকিব – Allrounder BD

রোহিত শর্মাকে আউট করবেন ভাবেননি তানজিম সাকিব – Allrounder BD

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা দারুণ হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। রোহিত শর্মাকে আউট করে খুলেছিলেন উইকেটের খাতা। আন্তজার্তিক ক্যারিয়ারের প্রথম উইকেট হিসেবে রোহিতকে আউট করবেন এমনটা কখনোই ভাবেননি সাকিব। সম্প্রতি ‘প্রথম আলো’তে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার।

তিনি বলেন, “এভাবে চিন্তা করিনি। আমি প্রথম ওভারে মুহূর্তটায় থাকার চেষ্টা করেছি। বেশি দূর চিন্তা করিনি। ম্যাচ শেষে কী হবে, আমার স্পেল শেষে কী হবে, এসব ভাবিনি। প্রতিটি বল সর্বোচ্চ মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। আমার ভেতর কোনো দোটানা কাজ করেনি। টপ অব দ্য মার্কে দাঁড়িয়ে আমার মনে হয়নি, এই বলটা বাউন্সার নাকি লেংথ বল, যদি লেংথ বল ভেবে থাকি, তাহলে সেটাই করেছি”

মাঝের ওভারে সাম্প্রতিক সময়ে দারুণ বোলিং করেছিলেন ইবাদত হোসেন। ইনজুরির কারণে দলে নেই তিনি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। এই জায়গা ভালো করার আত্মবিশ্বাস আছে তরুণ এই পেসারের। প্রিমিয়ার লিগে মিডল ওভারে অনেক বোলিং করার অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন সাকিব।

দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেই বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব

তিনি বলেন, “এবার প্রিমিয়ার লিগে মিডল ওভারে অনেক বোলিং করেছি। আবাহনীতে তিন-চারটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই আমি ওয়ান চেঞ্জে বোলিং করেছি। ওয়ানডে ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ এই সময়। আপনি যদি দুই-তিনটা উইকেট নিতে পারেন এ সময়, তাহলে ম্যাচ ঘুরে যায়। ওই সময় আমি চেষ্টা করি খুব জোরে উইকেটে হিট করার জন্য। বাউন্সার তো অবশ্যই। উইকেট নেওয়ার চেষ্টা করি। আমি ডোনাল্ডের সঙ্গে কাজ করব মিডল ওভার বোলিং নিয়ে। আপনি যত খেলবেন তত উন্নতি করতে হবে, এটা মাথায় রাখতে হবে”

শুধু বোলিং না ব্যাটিং দিয়েও দলকে সহযোগিতা করতে চান সাকিব। টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহেও নাকি তরুণ পেসারকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বলেছেন।

Scroll to Top