রোহিঙ্গা প্রত্যাবাসনে সংকটে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

রোহিঙ্গা প্রত্যাবাসনে সংকটে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে আছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটি নতুন এক বাস্তবতা।

আজ ১৮ এপ্রিল শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে অন্যতম বড় বাধা আরাকান আর্মি।

তিনি আরও বলেন, বিদ্রোহী এই গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না, অথচ তাদের উপেক্ষা করেও এ সংকটের সমাধান সম্ভব নয়।

জাতীয় স্বার্থে কখনো কখনও অরাষ্ট্রীয় গোষ্ঠীর সঙ্গেও আলোচনা প্রয়োজন হতে পারে উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে দ্বিপক্ষীয় ট্যারিফ ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

Scroll to Top