‘রোহিঙ্গাদের সাথে স্থানীয় জনগোষ্ঠীর দ্বন্দ্ব নিরসনে সর্বদা তৎপর সরকার’ | চ্যানেল আই অনলাইন

‘রোহিঙ্গাদের সাথে স্থানীয় জনগোষ্ঠীর দ্বন্দ্ব নিরসনে সর্বদা তৎপর সরকার’ | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্ব নিরসনে সরকার সব সময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা।

বুধবার (২৮ মে) সকালে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা জিআইজেট ও এফআইভিডিবি আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। উখিয়া টেকনাফ এলাকায় পিস মিডিয়েশন এবং প্রমোশনের জেলা পর্যায়ের স্টেকহোল্ডারা এতে অংশ নেন।

শামসুদ দৌজা বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন এবং গুজব সৃষ্টি নিয়ে সচেতন থাকতে হবে। এ দ্বন্দ্ব নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মিডিয়েশন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সঠিক তথ্য উপস্থাপন মানুষের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

কর্মশালায় আরো বক্তব্য দেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি, শরণার্থী ক্যাম্প ইনচার্জ শামীম আল ইমরান, সহকারী ক্যাম্প ইনচার্জ শফিকুল বারী, জিআইজেড’র হেড অব প্রোগ্রাম আলেকজান্ডার বেটজ, মোবাশ্বেরুল ইসলাম সোহেল প্রমুখ।

Scroll to Top