ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে বর্তমান চ্যম্পিয়ন লিভারপুল। ঘরের মাঠে শুক্রবার রাতে বোর্নমাউথের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছে অলরেডরা। জয়ের দিনে দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল তারকা মোহাম্মেদ সালাহ। প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে খেলতে নেমে গোল করার রেকর্ড গড়েছেন মিশরীয় ফরোয়ার্ড।
২০২৫-২৬ মৌসুমে যাত্রা শুরুর আগেই লিভারপুলের প্রয়াত তারকা ডিয়েগো জোতাকে স্মরণ করে দুদল। সবাই এক মিনিট নিরবতা পালন করে নামে ময়দানে।
লিভারপুলের চোখে চোখ রেখে শুরু করেন গত মৌসুমে নবম স্থানে লিগ শেষ করা বোর্নমাউথ। ৩৭ মিনিটে বোর্নমাউথের জালে বল জড়ান হুগো একিতেকে। যা তার লিভারপুলে অভিষেকে প্রথম গোল। এছাড়া দুদলের কেউই আর জালের দেখা পাননি।
দ্বিতীয়ার্ধের শুরুতে সতীর্থ কোডি গ্যাপকো দিয়ে আরও একটি গোল করান একিতিকে। তাতে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। ৬৪ মিনিটে অ্যান্তেনিও সিমিনিওর গোলে ব্যবধান কমায় বোর্নমাউথ। ১০ মিনিট পর তার দ্বিতীয় গোলে সমতায় ফেরে তারা।
৮৮ মিনিটে অলরেডদের হয়ে দুর্দান্ত গোল করেন ফেদেরিকো খিয়েজা। তাতেই নিস্তেজ অ্যানফিল্ড আবারও প্রাণ ফিরে পায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লিভারপুলের উইঙ্গার সালাহ আবারো বোর্নমাউথের জালে বল জড়ান। তাতেই বিরল এক কীর্তি গড়েন মিশরীয় তারকা। মৌসুমের প্রথম লিগ ম্যাচে খেলতে নেমে সবমিলিয়ে ১০ করেছেন তিনি। আর প্রিমিয়ার লিগে সবমিলিয়ে তার গোলের সংখ্যা ১৮৭। এর আগে প্রিমিয়ার লিগের প্রথম দিনগুলোতে খেলতে নেমে আটটি করে গোল আছে জেমি ভার্দি, ওয়েন রুনি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মতো তারকাদের।