এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফাইনালের আগের সংবাদ সম্মেলনে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, চ্যাম্পিয়ন হলেই ভক্তদের আবদার মেটাতে লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে যাওয়ার কথা। ফাইনাল মহারণে চিটাগং কিংসকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জিতেছে তামিম ইকবালের। পূর্বে দেয়া কথা রাখছেন তামিমরা। জানালেন লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে যাওয়ার দিনক্ষণ।
বিপিএলের গত আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। সেবার সমর্থকরা খুব করে চেয়েছিলেন যেন লঞ্চে করে ট্রফি বরিশালে নেয়া হয়। যদিও সেবার সমর্থকদের আশা পূর্ণ হয়নি। এবার তাদের আশাহত করছে না ফ্র্যাঞ্চাইজিটি। আগামী রোববার ট্রফি নিয়ে বরিশালে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন দলটি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগংকে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে বরিশাল ভক্তদের এমন বার্তা দেন তামিম ইকবাল। বলেছেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।’
![](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2024/02/Channeliadds-Reneta-16-04-2024.gif?fit=300%2C250&ssl=1)
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কিছু সময় পরই দলটির কর্ণধার মিজানুর রহমানও ঘোষণা দেন, ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন তারা।