রোনাল্ড আরাউজোর বার্সা ছাড়ার গুঞ্জনে ‘বিস্মিত’ ফ্লিক | চ্যানেল আই অনলাইন

রোনাল্ড আরাউজোর বার্সা ছাড়ার গুঞ্জনে ‘বিস্মিত’ ফ্লিক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বার্সেলোনার ২৬ বর্ষী ডিফেন্ডার রোনাল্ড আরাউজো ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন এমন গুঞ্জনে বিস্মিত হয়েছেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক। এ মৌসুমে উরুগুয়ের ডিফেন্ডারের চলে যাচ্ছেন এমন গুঞ্জন উড়িয়েও দিয়েছেন তিনি। যদিও এ বছরের জানুয়ারিতে ছয় বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি।

বার্সেলোনাতে বর্তমানে বেশ কয়েকজন ডিফেন্ডার হয়ে গেছে। সে কারণে ক্লাবটির ডিরেক্টর ডেকো বলেছিলেন তারা অন্তত একজন ডিফেন্ডারকে বিক্রি করে দিতে চান। চোটের কারণে দীর্ঘ দিন ধরেই আরাউজো এবং ক্রিস্টেনসন বেশিরভাগ সময় সাইডলাইনে বসে সময় কাটাতে হয়েছে। পাও কিউবার্সি এবং ইনিগো মার্টিনেজ তাদের জায়গায় দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন।

আরাউজোর চলে যাওয়া নিয়ে ফ্লিক বলেছেন, ‘রোনাল্ড? আরাউজোকে নিয়ে সবসময়ই গুঞ্জন চলতে থাকে, কিন্তু আমার কাছে এমন খবর নেই বা লক্ষণ দেখিনি সে চলে যেতে চায়। আমার এমন একটি দল আছে যারা দুর্দান্ত এবং অনেক মানসম্পন্ন।’

‘প্রতিটি পজিশানে আমাদের দুজন করে খেলোয়াড় আছে এবং কিছু ক্ষেত্রে তিনজন করে আছে। এটা কঠিন কাজ তাদের মানিয়ে চলা, কিন্তু আমি খুশি। আমি বিস্মিত যে এটা আরাউজোকে নিয়ে এসেছে। আমার যে দল আছে তা নিয়ে আমি খুশি।’

যদিও আরাউজোকে নিয়ে গুঞ্জন আসছে তিনি চলে যেতে চান। লিভারপুল তাকে কিনতে আগ্রহী এমন খরবও আছে। কিন্তু গত মাসে এ ডিফেন্ডার বলেছিলেন তিনি বার্সেলোনায় থাকতে চান তিনি।

Scroll to Top