রোনালদো-ফেলিক্সের জোড়া গোল, বড় জয়ে বাছাই শুরু পর্তুগালের | চ্যানেল আই অনলাইন

রোনালদো-ফেলিক্সের জোড়া গোল, বড় জয়ে বাছাই শুরু পর্তুগালের | চ্যানেল আই অনলাইন

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরু পেয়েছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোলে আর্মেনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। অন্যম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ও সার্বিয়া।

আর্মেনিয়ার মাঠে রোনালদো ও ফেলিক্সের পাশাপাশি পর্তুগালের অন্য গোলটি করেছেন জোয়াও ক্যানসেলো।

স্বাগতিকদের পাত্তাই দেয়নি পর্তুগাল। বল দখলে ৭০ শতাংশের বেশি আধিপত্য ছিল রোনালদোদের। ম্যাচের ১০ মিনিটে ফেলিক্স পর্তুগিজদের লিড এনে দেন। ২১ মিনিটে ব্যবধান বাড়ান রোনালদো। ৩২ মিনিটে ক্যানসেলো তৃতীয় গোলটি করেন। ৩-০তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।

বিরতির পর নেমেই নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ৬১ মিনিটে ফেলিক্সও তার দ্বিতীয় গোলটি করেন। এরপর ব্যবধান ধরে রেখে ৫-০তে জিতে মাঠ ছাড়ে পর্তুগাল।

বাছাইয়ের অন্য ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ভিলা পার্কে ক্রিস্টিয়ান গার্সিয়ার ভুলে লিড পায় ইংল্যান্ড। এন্ডোরা ফুটবলার নিজেদের জালে বল পাঠান। ৬১ মিনিটে ডেকলান রাইস গোল করে ব্যবধান দ্বিগুণ। লিড ধরে রেখে ২-০তে মাঠ ছাড়ে ইংলিশ বাহিনী।

আরেক ম্যাচে লাটভিয়াকে ১-০ গোলে হারিয়েছে সার্বিয়া। ম্যাচের ১২ মিনিটে দুসান ব্লাহোভিচ সার্বিয়ার হয়ে গোলটি করেন।

Scroll to Top