রোনালদো-নেইমারকে রেখে দিতে চান সৌদি লিগ প্রধান | চ্যানেল আই অনলাইন

রোনালদো-নেইমারকে রেখে দিতে চান সৌদি লিগ প্রধান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র সৌদি প্রো লিগে যোগ দেয়ার পর লিগটির চাহিদা বেড়েছে। লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল জানিয়েছেন, এ দুজনের উপস্থিতি বেশ ইতিবাচক এবং তাদের ইচ্ছা দুজনে সৌদিতেই থাকুক। তবে বিষয়টি পুরোই নির্ভর করছে দুই খেলোয়াড় ও ক্লাবের ইচ্ছার উপর।

দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে যোগ দেন রোনালদো। তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। তার যোগদানের পর অনেকের মতো ব্রাজিলিয়ান তারকা নেইমার আল হিলালে আসেন। তবে মৌসুমের বেশিরভাগ সময় চোটের কারণে বাইরে ছিলেন তিনি। নেইমারের চুক্তিও এ মৌসুমে শেষ হবে।

রোনালদোর প্রভাব সম্পর্কে মুগারবেল বলেছেন, ‘এটা কোনো গোপন বিষয় নয় যে, রোনালদো দেশে এবং আন্তর্জাতিক দুভাবেই লিগে ব্যাপক প্রভাব ফেলেছেন। বিষয়টি লিগের দারুণ মান তৈরি করেছে এবং তার ধারাবাহিকতা অব্যাহত আছে। তবে আবার চুক্তি বা চুক্তির সময় বাড়ানো সেটি পুরোপুরি রোনালদো এবং ক্লাবের মধ্যকার একটি ব্যাপার, সেটি হওয়া না হওয়া ভিন্ন।’

নেইমারের বিষয়ে তিনি জানালেন, ‘রোনালদোর মতো এটিও ক্লাব এবং খেলোয়াড়ের বিষয় যে তারা ভবিষ্যত কীভাবে দেখছে। লিগে নেইমার থাকা, যদিও খেলতে না পারলেও বিশাল ভক্ত-সমর্থক বেশ সক্রিয় এবং লিগের জন্য ভালো। ভবিষ্যতের বিষয়টি তাদের ঠিক করতে হবে। অবশ্যই আলোচনা হবে এবং আমরাও চাই সেটি হোক।’

GOVT

Chokroanimation

Scroll to Top