‘রোনালদো কখনও সমস্যা ছিলেন না’ | চ্যানেল আই অনলাইন

‘রোনালদো কখনও সমস্যা ছিলেন না’ | চ্যানেল আই অনলাইন

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়ে ক্লাবটির সাবেক কোচ এরিক টেন হাগের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্যেই ছিল। মাঝে মধ্যেই রোনালদোকে টেন হাগের অধীনে খেলতে অসন্তুষ্ট দেখা যেত। এমনকি দলের সমস্যার কারণ হিসেবে ডাচ কোচের তীর মাঝে মধ্যেই যেতো রোনালদোর দিকে। দুই বছর এসে টেন হাগ জানালেন, রোনালদো সমস্যার কারণ ছিলেনেন না।

২০২১ সালে রোনালদো দ্বিতীয়বার ইউনাইটেডে আসার পর শুরু হয় গুরু-শিষ্যের সম্পর্কের টানাপড়েন। পরবর্তীতে এক বছরের মধ্যেই ক্লাব এবং নিজের পারস্পরিক সমঝোতায় ইউনাইটেড ছাড়েন পর্তুগিজ মহাতারকা। ২০২৪-২৫ মৌসুমে খারাপ শুরুর পর গত অক্টোবরে টেন হাগকে বরখাস্ত করা হলে তিনি যোগ দেন বুন্দেসলিগার দল বেয়ার লেভারকুসেনে।

শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রীতি ম্যাচে চেলসির কাছে ২-০ গোলে হারে লেভারকুসেন। ম্যাচ শেষে টেন হাগ বলেছেন, ‘আমার কাছে রোনালদো কোন সমস্যা ছিল না। সে দলেরও কখনও সমস্যার কারণ ছিল না। আর সত্যি বলতে এটা এখন অতীত।’

টেন হাগের নেতৃত্বাধীন সময়ে ইংলিশ ক্লাবটি দুটি ঘরোয়া শিরোপা জেতে। ২০২৩ কারাবাও কাপের পর ২০২৪এ  নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে জেতে এফএ কাপ। নিজের অর্জন নিয়ে ৫৫ বর্ষী ডাচ কোচ বলেছেন, ‘অনেক কিছুই ঘটেছে অতীতে। তারপরও আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে দুটি শিরোপা জিতেছি। আমি তাকে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

‘আমার ইউনাইটেডের অধ্যায় শেষ, লেভারকুসেনে খুশি আছি। তাদের হয়ে শিরোপা জিততে চাই। দলটি বর্তমানে ভালো খেলছে এবং আমরাও উন্নতি করে চলেছি।’

ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হতে চলেছে ডাচ কোচের। শুক্রবার ডিএফবি পোকালের প্রথম রাউন্ডে এসজি সোনেনহফের বিপক্ষে লড়বে লেভারকুসেন। এক সপ্তাহ পর বুন্দেসলিগার উদ্বোধনী ম্যাচে টিএসজি হফেনহাইমের মুখোমুখি হবে হাগের শিষ্যরা।

Scroll to Top