রোনালদোর আল-নাসেরে গেলেন বার্সার মার্টিনেজ | চ্যানেল আই অনলাইন

রোনালদোর আল-নাসেরে গেলেন বার্সার মার্টিনেজ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কিছুদিন ধরে আলোচনায় ছিল স্প্যানিশ সেন্টার-ব্যাক ইনিগো মার্টিনেজ আল-নাসেরে যাবেন বার্সা ছেড়ে। ফ্রি এজেন্ট হয়ে কাতালান ক্লাবটি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসের যোগ দিয়েছেন তিনি। যেখানে সতীর্থ পাচ্ছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।

আল-নাসরের সাথে একবছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ৩৪ বর্ষী সেন্টার-ব্যাক। আরও এক মৌসুম চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে মার্টিনেজের। মৌসুমে ১০ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি।

আইমেরিক লাপোর্তের এই দলবদলে সৌদি ক্লাবটি ছেড়ে অ্যাথলেটিক ক্লাবে ফিরে আসার আলোচনায় আছে, সেজন্য মার্টিনেজকে টেনেছে আল-নাসের। মার্টিনেজ গত গ্রীষ্মেও সৌদি প্রো লিগ থেকে বড় প্রস্তাব পেয়েছিলেন। সেসময় বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো তাকে স্পেন না ছেড়ে যাওয়ার জন্য রাজি করান।

স্পেনিয়ার্ড তারকা বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে নিয়মিত একাদশে খেলেছেন। গত মৌসুমে ৪৬ ম্যাচে খেলে বার্সাকে ঘরোয়া ট্রেবল জেতাতে সাহায্য করেছেন। লা লিগা, কোপা ডেল রে এবং স্প্যানিশ সুপারকোপা জিতেছিল বার্সা।

মার্টিনেজের চলে যাওয়ায় বার্সেলোনা সরাসরি নগদ অর্থ পাবে না। কিন্তু মার্টিনেজের বেতনের ৬০ শতাংশ অর্থ বাঁচবে, যেটি ১৩ মিলিয়ন ইউরো থেকে ১৬ মিলিয়ন ইউরোর মধ্যে। সেই অর্থে নতুন খেলোয়াড়কে লিগের জন্য নিবন্ধন করাতে পারবে আর্থিক সংকটে থাকা ক্লাবটি।

Scroll to Top