এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সৌদি সুপার কাপের ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে আগে লিড পেয়েছির আল নাসের। প্রথমার্ধে দাপুটে খেলার পর দ্বিতীয়ার্ধে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে আল নাসেরের। তাণ্ডব চালিয়ে সুপার কাপে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে আল হিলাল।
শিরোপার লড়াইয়ে রোনালদোদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে হিলাল। সুপার কাপে এটি তাদের রেকর্ড পঞ্চম শিরোপা। দুটির বেশি শিরোপা জেতেনি অন্য কোনো দল।
আভা সিটিতে ম্যাচের ৪৪ মিনিটে গোল করে নাসেরকে এগিয়ে দেন রোনালাদো। লিড নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে নাসেরকে হেসেখেলে উড়িয়ে দেয় হিলাল। ৫৫ মিনিটে গোল শোধ করেন সার্জেস মিলিনকোভিচ-সাবিচ।
সমতায় ফেরার পর আর ফিরে তাকাতে হয়নি হিলালকে। ৬৩ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন আলেকজেন্ডার মিট্রোভিচ। ৭২ মিনিটে আল নাসেরের কফিনে শেষ পেরেকটি এটে দেন ম্যালকম। তাতেই রোনালদোদের কাঁদিয়ে শিরোপা নিজেদের করে নেয় আল হিলাল।