রোদে পোড়ার পর বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যেই উচ্ছ্বসিত সমর্থকরা | চ্যানেল আই অনলাইন

রোদে পোড়ার পর বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যেই উচ্ছ্বসিত সমর্থকরা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য দুপুর থেকেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন ভক্ত-সমর্থকরা। দুপুরের রোদের সঙ্গে ছিল ভ্যাপসা গরম। এরমধ্যে বিকেলে নামে বৃষ্টি। যারা গ্যালারিতে যেতে লাইনে অপেক্ষা করছিলেন, তাদের সবাই বৃষ্টিতে ভিজে যান। তাতেও তাদের মধ্যে নেই কোন আক্ষেপ।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে মাঠের লড়াই।

অনেক সমর্থক টিকিট প্রিন্ট করে এনেছিলেন। আকস্মিক বৃষ্টিতে তাদের অনেকেই সেই টিকিট রক্ষা করতে পারেননি। টিকিট ভিজলেও গ্যালারিতে প্রবেশ করতে কষ্ট হয়নি তাদের। ছবি তোলা টিকিট স্ক্যান করে প্রবেশ করতে দেয়া হয়েছে।

এরমধ্যে কেউ কেউ চেষ্টা করেছেন একই টিকিট দিয়ে একাধিক জনকে স্টেডিয়ামে প্রবেশ করাতে। তাদের তাৎক্ষণিক বের করে দেয়া হচ্ছে স্টেডিয়াম থেকে।

বৃষ্টির আগেই অনেক দর্শক গ্যালারিতে পৌঁছে যান। জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর সাধারণ গ্যালারিতে শেড বসেছে। গ্যালারিতে থাকা দর্শকদের অনেকে বৃষ্টি থেকে বেঁচেছেন। ৩০ মিনিটের বেশি সময় বৃষ্টি হলেও খুব বেশি সমস্যা হয়নি। স্টেডিয়াম এলাকার কোথাও অবশ্য পানি জমতে দেখা যায়নি।

চট্টগ্রাম থেকে আসা খলিল নামের এক সমর্থক চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘তিন দিন ঘুরে ৫টি টিকিট সংগ্রহ পাইসি ভাই। তবে অনলাইন থেকে কোন টিকিট কাটতে পারি নাই। ‘

আরেক নারী সমর্থক সুমাইয়া এসেছেন হামজা চৌধুরীকে দেখতে। বললেন, আমি এসেছি সিলেট থেকে হামজা ভাইয়ের খেলা দেখতে। ওনাকে আমার অনেক ভালো লাগে।’ তবে কীভাবে তিনি টিকিট সংগ্রহ করেছেন সেটা প্রকাশ করতে রাজি হননি।

Scroll to Top