রেল সেবা: ঈদে ট্রেনযাত্রায় ট্রেনের টিকিট কেনার নতুন পরামর্শ

রেল সেবা: ঈদে ট্রেনযাত্রায় ট্রেনের টিকিট কেনার নতুন পরামর্শ

জুমবাংলা ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রীদের হয়রানি ও প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রবিবার (১৬ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শতভাগ অনলাইনে টিকিট বিক্রি

✅ এবারের ঈদযাত্রার (২৪-৩০ মার্চ) এবং ফেরতযাত্রার (৩-৯ এপ্রিল) টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে।
✅ যাত্রীরা রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
একটি আইডি থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে এবং শুধুমাত্র টিকিটধারী ব্যক্তি ভ্রমণ করতে পারবেন।

রেল সেবা: ঈদে ট্রেনযাত্রায় ট্রেনের টিকিট কেনার নতুন পরামর্শরেল সেবা: ঈদে ট্রেনযাত্রায় ট্রেনের টিকিট কেনার নতুন পরামর্শ

অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি

🚆 ১৪ মার্চ: ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
🚆 ১৬ মার্চ: ২৬ মার্চের টিকিট
🚆 ১৭ মার্চ: ২৭ মার্চের টিকিট
🚆 ১৮ মার্চ: ২৮ মার্চের টিকিট
🚆 ১৯ মার্চ: ২৯ মার্চের টিকিট
🚆 ২০ মার্চ: ৩০ মার্চের টিকিট
🚆 ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল: চাঁদ দেখার ভিত্তিতে টিকিট বিক্রি

অঞ্চলভিত্তিক টিকিট বিক্রির সময় বিভাজন

🔹 পশ্চিমাঞ্চলের ট্রেন: সকাল ৮টা থেকে
🔹 পূর্বাঞ্চলের ট্রেন: দুপুর ২টা থেকে

ঈদ স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ

৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে:
চট্টগ্রাম-চাঁদপুর: চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২
ঢাকা-দেওয়ানগঞ্জ: দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪
ভৈরববাজার-কিশোরগঞ্জ: শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬
ময়মনসিংহ-কিশোরগঞ্জ: শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮
জয়দেবপুর-পার্বতীপুর: পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০

৪৪টি অতিরিক্ত কোচ সংযোজন করা হবে:
২৮টি মিটারগেজ কোচ (পাহাড়তলী ওয়ার্কশপ)
১৬টি ব্রডগেজ কোচ (সৈয়দপুর ওয়ার্কশপ)

১৯টি অতিরিক্ত লোকোমোটিভ যুক্ত করা হবে
১৪টি মিটারগেজ লোকোমোটিভ
৫টি ব্রডগেজ লোকোমোটিভ

২২ ক্যারেট সোনার দাম ভরি প্রতি: বাংলাদেশ ও ভারতের বাজারে সর্বশেষ মূল্য (১৭ মার্চ ২০২৫)

টিকিট কেনার ক্ষেত্রে সতর্কতা ও পরামর্শ

🔹 ‘রেল সেবা’ অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে টিকিট বিক্রি হবে না
🔹 অন্যের আইডি ব্যবহার করে টিকিট কেনা বেআইনি
🔹 প্রতারকদের এড়িয়ে চলুন, সমস্যা হলে রেলওয়ের হটলাইন ১৩১-এ যোগাযোগ করুন

🚆 নিরাপদ ও স্বচ্ছ ট্রেনযাত্রার জন্য ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করুন!

Scroll to Top