রেকর্ড জুটিতেও বড় সংগ্রহ পেল না বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

রেকর্ড জুটিতেও বড় সংগ্রহ পেল না বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় হারের পর সিরিজ রক্ষার দ্বিতীয় ম্যাচে আশা জাগিয়েও বড় সংগ্রহ তুলতে পারল না বাংলাদেশ। নড়বড়ে শুরুর পর ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে ব্যতিক্রম ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও পেসার তানজিম হাসান সাকিব। তাদের ধৈর্যশীল ব্যাটিংয়ে পরও কেবল ২২৭ রানের পুঁজি পেয়েছে সফরকারীরা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে টসে হেরে এক পরিবর্তন নিয়ে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করে ভালোর ইঙ্গিত দিয়েছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার এবং লিটন দাসের দ্রুত বিদায়ের পর টিকতে পারেননি অধিনায়ক মেহেদী মিরাজও।

একপাশে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়তে পারেননি জাকের আলী বা রিশাদ হোসেন। এরপর উইকেটে আসেন পেসার তানজিম সাকিব। অষ্টম উইকেট জুটিতে দুজনের থেকে আসে ৯২ রান। সাকিবের আউটের পর রিয়াদও টিকতে পারেননি বেশিক্ষণ।

অষ্টম উইকেটে টাইগারদের সর্বোচ্চ রানের জুটি গড়েছেন রিয়াদ ও সাকিব। তাদের ৯২ রানের জুটি ভেঙেছে মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ৮৪ রানের জুটির রেকর্ড। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে জুটিটি গড়েছিলেন মিঠুন-সাইফউদ্দিন।

GOVT

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন রিয়াদ। তাকে যোগ্য সঙ্গ দেয়া পেসার তানজিম সাকিবের ব্যাটে এসেছে ৪৫ রানের ইনিংস। ওপেনার তানজিদ হাসান তামিমের থেকে আসে ৪৬ রান।

ওয়েস্ট ইন্ডিজ পেসার জাডেন সিলস নিয়েছেন ৪ উইকেট। গুডাকেশ মোতির ২ উইকেটের সাথে মার্কিনো মেন্ডলি, রোমারিও শেফার্ড, রোস্টন চেজ ও জাস্টিন গ্রেভস নিয়েছেন একটি করে উইকেট।

shoroterjoba

Scroll to Top