রেকর্ডের পর ঘূর্ণি ম্যাজিকে টানা তৃতীয় জয় জ্যোতির বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

রেকর্ডের পর ঘূর্ণি ম্যাজিকে টানা তৃতীয় জয় জ্যোতির বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে টানা তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড সংগ্রহের পর স্কটিশ মেয়েদের স্পিন ঘূর্ণি দেখিয়েছেন নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। যৌথ নৈপুণ্যে ৩৪ রানের জয় তুলে ৬ পয়েন্ট অর্জন করে টেবিলে শীর্ষে বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ। জ্যোতি ৫৯ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান তোলে টিম টাইগ্রেস। এটি বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। জবাবে ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২৪২ রান তুলতে পারে স্কটল্যান্ড, বাংলাদেশ জয়ে মাঠ ছাড়ে।

প্রথম ম্যাচে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে নেমে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। আগে ব্যাটে নামা টাইগ্রেস দল নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়েছিল। ওয়ানডেতে যা টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এনেছিল। এবার সেটিও ছাড়িয়ে গেলেন জ্যোতিরা। টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখন ২৭৬ রানের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনার ইসমা তানজিম ১৪ করে আউট হন। ফিফটি তুলে নেন ফারজানা হক। জ্যোতির ব্যাটে মিলেছে ঝড়। নির্ধারিত ওভারে পৌনে তিনশ রানের রেকর্ড সংগ্রহ জমায় বাংলাদেশ।

জবাবে প্রিয়ানজ চ্যাটার্জি সর্বোচ্চ ৬১ রান করেন। রেচেল স্ল্যাটারও ৬১ রান করেন। শেষদিকে স্কটিশদের দুই ব্যাটার বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন সারাহ। বাংলাদেশের নাহিদা আক্তার ৪টি ও জান্নাতুল ফেরদৌসে ২টি উইকেট নেন। মারুফা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছেন। তার আগে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান ওপেনার ফারজানা ও শারমিন আক্তার সুপ্তা। দুই ব্যাটারই ৫৭ করে আউট হন।

দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর ব্যাটিং করা রিতু মনি এদিন বেশি করতে পারেননি। ১২ করে আউট হন। জ্যোতিকে ভালো সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন। ফাহিমা ২২ বলে ২৬ রানে আউট হন। স্কটল্যান্ডের ক্যাথেরিন ব্রাইস নেন ২টি উইকেট। র‌্যাচেল স্ল্যাটার, কোল অ্যাবেল, প্রিয়নাজ চ্যাটার্জি এবং ক্যাথেরিন ফ্রেসার একটি করে উইকেট নেন।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে। ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Scroll to Top