<![CDATA[
মস্কোতে ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন রুশ নাগরিকদের ভয় দেখাতে চাইছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৩০ মে) মস্কোর আবাসিক এলাকায় ড্রোন হামলার পর রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। খবর বিবিসির।
ভ্লাদিমির পুতিন বলেন, বেসামরিকদের নিশানা করা হয়েছে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সন্তোষজনকভাবে হুমকি মোকাবিলা করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত আটটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এগুলো আবাসিক ভবনে বিধ্বস্ত হয়ে সামান্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। তবে ইউক্রেন এসব হামলার দায় অস্বীকার করেছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এই প্রথম মস্কোর আবাসিক এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটলো।
মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন বলেছেন, কেউ গুরুতর আহত হয়নি। বেশ কয়েকটি ড্রোন শহরের পশ্চিমাঞ্চলীয় শহরতলীতে ভূপাতিত হয়েছে। এখানে সিনিয়র কর্মকর্তারা বসবাস করেন।
আরও পড়ুন: মস্কোয় ফের ড্রোন হামলা
পুতিন বলেন, সম্প্রতি ইউক্রেনের সামরিক সদর দফতরে রুশ হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে এই হামলা চালানো হয়েছে। কিয়েভের শাসকরা ভিন্নপথ ধরেছে। তারা রাশিয়াকে ভয় দেখানোর পথে হাঁটছে, তারা রাশিয়ার নাগরিকদের ভয় দেখাতে চাইছে এবং আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, নিশ্চিতভাবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ডের ইঙ্গিত। এমন কিছুর পাল্টা পদক্ষেপ নিতে তারা আমাদের উসকানি দিচ্ছে।
তবে বিবিসি স্বাধীনভাবে এ ধরনের কোনো হামলা হয়েছে কি না তা যাচাই করতে পারেনি। বিবিসির পক্ষ থেকে পুতিনের এমন রুশ হামলার দাবির সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: টানা তৃতীয়দিনের মতো কিয়েভে ভয়াবহ হামলা চালাল মস্কো
এর আগে মস্কোর গভর্নর আন্দ্রেই ভরোবায়োভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, মস্কোর দিকে অগ্রসর হওয়ার পথেই বেশ কয়েকটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। তবে কে বা কারা এই ড্রোন হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো থেকে দেখা গেছে, মস্কোর আকাশে উড়ন্ত ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করা হচ্ছে। এবং বিভিন্ন ভবন থেকে ধসে পড়া ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ভবনগুলোর পাশেই।
]]>