রুডিগারকে জাতীয় দল থেকে ‘বের’ করে দাও | চ্যানেল আই অনলাইন

রুডিগারকে জাতীয় দল থেকে ‘বের’ করে দাও | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কোপা ডেল রের এল ক্ল্যাসিকো ফাইনালে বাজে আচরণ করেছিলেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। ঘটনায় লাল কার্ড দেখেছেন ৩২ বর্ষী তারকা। ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাজ হয়নি, জাতীয় দল থেকে বেরই করে দিতে বলছেন তারই দেশের মানুষরা। 

সেভিয়ায় বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ফাইনালের শেষদিকে এ কাণ্ড ঘটে। এমবাপের বিপক্ষে ফাউল ধরায় রেফারি রিকার্ডো ডি বারগোসের উপর ক্ষুব্ধ হন রুডিগার ও সতীর্থরা। বেঞ্চ থেকে তেড়ে গিয়ে রেফারির দিকে কিছু একটা ছুঁড়ে মারেন রুডিগার। সংবাদমাধ্যমে খবর, সেটি ছিল বরফের টুকরো।

ঘটনা নিয়ে ফিফার সাবেক রেফারি জার্মান থর্স্টেন কিনহোফার বলেছেন, ‘রুডিগারের আচরণ লজ্জাজনক। জাতীয় দলের কোচের বিবেচনা করা উচিত যে, এমন আচরণকারী একজন মানুষ আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা।’

জার্মানির জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর রুডি ভলের সমালোচনা করে বলেছেন, ‘টনি একজন দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তাকে কিছুটা ভদ্রতা দেখাতে হবে। সে ঠিকই নিজের প্রতি শ্রদ্ধা দাবি করে, কিন্তু তাকে অবশ্যই সেটা ফিরে পাওয়ার আশা ছাড়া অন্যদের প্রতিও একই সম্মান প্রদর্শন করতে হবে। তার আচরণ অগ্রহণযোগ্য, বিশেষ করে যখন সে জার্মান দলের খেলোয়াড়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে রুডিগার লেখেন, ‘আমার কাল রাতের আচরণে অবশ্যই কোনো অজুহাত দেয়া যায় না। আমি এজন্য খুবই দুঃখিত। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আমরা খুব ভালো খেলেছি। ১১১ মিনিট পর আমি দলকে আর সাহায্য করতে পারিনি এবং শেষ বাঁশি বাজার আগে আমি একটি ভুল করি। আবারও রেফারির কাছে এবং গত রাতে আমি যাদের হতাশ করেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

Scroll to Top