ভারতের ওড়িশা রাজ্যের কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে রিল ভিডিও ধারণ করার সময় এক ইউটিউবার ভেসে গেছেন। পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া ওই ইউটিউবার নিখোঁজ রয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দুদুমা জলপ্রপাতে পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া ওই ইউটিউবারের নাম সাগর টুডু (২২)। তিনি রাজ্যের গ্যাঞ্জাম জেলার বেরহামপুরের বাসিন্দা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার দুপুরের দিকে জলপ্রপাতের সামনে পানির তীব্র স্রোতের মাঝে দাঁড়িয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করে রিল ধারণ করছিলেন সাগর টুডু। ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন পর্যটনস্থলের ভিডিও ধারণ করতে বন্ধু অভিজিৎ বেহেরাকে সঙ্গে নিয়ে কোরাপুটে গিয়েছিলেন তিনি। এ সময় জলপ্রপাতের সামনে একটি পাথরের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন সাগর।
এদিকে, একই দিনে কোরাপুটের লামতাপুট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে মাচকুন্ড বাঁধ কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করার পর বাঁধ থেকে পানি ছেড়ে দেয়।
হঠাৎ পানির প্রবল স্রোতে পাথরের ওপর আটকা পড়েন সাগর। কিছুক্ষণ পর তিনি ভারসাম্য হারিয়ে পানির স্রোতে ভেসে যান। পরে কয়েকজন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ওই ইউটিউবারকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে মাচকুন্ড থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।