রিয়াল ও আর্সেনালের মধ্যে কোন দল সেমিফাইনালে উঠবে—এই সম্ভাবনা বিশ্লেষণ করতে গিয়ে সুপার কম্পিউটার কোনো দলকেই খুব একটা পিছিয়ে রাখেনি। রিয়ালের সম্ভাবনা দেখানো হয়েছে ৪৯.৮ শতাংশ, আর্সেনালের ৫০.২ শতাংশ।
সুপার কম্পিউটার লা লিগার ভবিষ্যদ্বাণীও হালনাগাদ করেছে। সেখানেও রিয়ালের জন্য সুখবর নেই। অপ্টার সুপার কম্পিউটারের অনুমান অনুযায়ী, এবারের লা লিগার শিরোপা জয়ে বার্সেলোনাই একচ্ছত্র ফেবারিট। কাতালান ক্লাবটির লা লিগা জয়ের সম্ভাবনা ৮৫.২০ শতাংশ।