জয়ের ধারাবাহিকতা নিয়ে নতুন মৌসুমে লা লিগায় যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে লস ব্লাঙ্কোসরা সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে মৌসুম শুরু করেছে। লা লিগায় নিজেদের প্রথমদিনে ১৭ মৌসুম তারা কোন ম্যাচ হারেনি।
বার্নাব্যুতে প্রথমার্ধে কোন দলই পায়নি গোলের দেখা। ম্যাচের ৩০ মিনিটের মধ্যে কুলিং বিরতির আগে ওসাসুনার বারে ৩টি শট নিয়ে ব্যর্থ হয় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে রিয়াল পেনাল্টি পায়।
গত মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলধারী কাইলিয়ান এমবাপে রিয়ালের হয়ে স্পটকিকে গোল করেন। লস ব্লাঙ্কোসরা পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রাখে। লক্ষ্যে ১৮টি শট নিয়ে গোলের দেখা পায়নি আর।
৮৪ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনার সুযোগ হাতছাড়া করে ওসাসুনা। যোগ করা সময়ের তিন মিনিট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওসাসুনার অ্যাবেল ব্রেটনেস।
ম্যাচের একমাত্র গোলটি করা ফ্রান্স তারকা এমবাপে দুই মৌসুম মিলিয়ে টানা ১৭ ম্যাচে গোল করলেন। গত মৌসুমের শেষ ১৬ ম্যাচে গোল পেয়েছেন।
লা লিগায় নিজেদের প্রথমদিনে লস ব্লাঙ্কোসরা শেষবার হেরে মৌসুম শুরু করেছিল ২০০৮ সালে। সেবার প্রথমদিনে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। পরে এপর্যন্ত প্রথমদিনে চার ম্যাচ ড্র করলেও হারেনি কোনটি।